গাজায় দুর্ভিক্ষের করুণ চিত্র, খাদ্য সংকটে বিপর্যস্ত মানুষ

গাজার মানবিক পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানাচ্ছে, উপত্যকার প্রতি তিনজন মানুষের মধ্যে দুজনই দুর্ভিক্ষের কবলে। খাদ্য সংকট সেখানে এক অপ্রতিরোধ্য বাস্তবতা। অধিকাংশ মানুষই অনাহারে দিন কাটাচ্ছে। সোমবার অনাহারে আরও পাঁচজন ফিলিস্তিনি মারা গেছেন।
মিসর ও জর্ডান সীমান্তে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক আটকে আছে, কারণ ইসরায়েল সেগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। আল-জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীরাও ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছেন। তারা বলছেন, বারবার বাস্তুচ্যুত হওয়া, ক্ষুধা এবং মানসিক অবসাদ এখন গাজার মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
ইউএনআরডব্লিউএ-এর একজন কর্মী, মানার জানান, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কী হবে, তা না জেনেই। আমাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, এরপর আর কোনো নিরাপদ আশ্রয় পাইনি। সবসময় একটা আতঙ্ক কাজ করে—বোমার আতঙ্ক, প্রিয়জন হারানোর ভয়, কিংবা আবার কোথাও স্থানান্তরের আতঙ্ক। পানি নেই, আর খাবার তো নেই-ই।”
শিশুদের ওপর চরম প্রভাব
সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক আহমদ আল-হেনদাওয়ি বলছেন, গাজা থেকে ক্ষুধার্ত থাকার যে খবর আসছে, তা তাঁবুতে বোমা ফেলে গণহত্যার চেয়ে কোনো অংশে কম নয়। তিনি জানান, শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। তারা শুধু মৃত্যু নিয়েই আতঙ্কিত নয়, বোমা হামলায় বেঁচে গেলেও ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা কঠিন হবে।
আল-জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের অবরোধের আগে থেকেই অনেক শিশু বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। এই চলমান খাদ্য সংকট তাদের ওপর আরও মারাত্মক প্রভাব ফেলছে।
উত্তর গাজার একটি আশ্রয়কেন্দ্রে সামাহ মাতার তার ছয় বছরের ছেলে ইউসুফকে কোলে তুলে দেখান। ইউসুফের চার বছর বয়সী ভাই আমিরের সেরেব্রাল পালসি (মস্তিষ্কের পক্ষাঘাত) আছে, তার বিশেষ খাবার দরকার। গত কয়েক মাসে খাবারের অভাবে তাদের দুর্বল শরীর আরও শীর্ণ হয়ে গেছে। যুদ্ধের আগে ইউসুফের ওজন ছিল ১৪ কেজি, এখন তা ৯ কেজিতে নেমে এসেছে। আমিরের ওজন ৯ কেজি থেকে ৬ কেজিতে পৌঁছেছে।
সামাহ মাতার বলেন, “এই শিশুদের বিশেষ খাবারের প্রয়োজন, কিন্তু এখন কোনো শিশুর ফর্মুলা বা ডায়াপার নেই। তাদের জন্য খুব কমই আটা খুঁজে পাই, আর চিনি তো একদমই পাওয়া যায় না। যুদ্ধের আগে তাদের স্বাস্থ্য ভালো ছিল। বিশেষ খাবার, ফল, সবজি ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করা হতো।”
ত্রাণ কার্যক্রম অপ্রতুল
বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত শুক্রবার ইসরায়েল মাত্র ৭৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। গাজার কর্তৃপক্ষের মতে, উপত্যকায় প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক ত্রাণের প্রয়োজন।
নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে
সোমবার ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩৯ জন। আল-জাজিরার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন ক্ষুধার্ত মানুষ, যারা ত্রাণ নিতে এসে গুলিতে প্রাণ হারান। গত কয়েক সপ্তাহে অনাহারে মৃতের সংখ্যা ১৮০ জনে পৌঁছেছে, যার মধ্যে ৯৩ জনই শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬০ হাজার ৯৩৩ জন এবং আহত হয়েছেন এক লাখ ৫০ হাজার ২৭ জন।
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এক্সিওস জানায়, তাদের এই দাবি গাজা পরিস্থিতি নিয়ে আইনপ্রণেতাদের গভীর উদ্বেগের প্রতিফলন। ক্যালিফোর্নিয়ার ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতা রো খান্না একটি চিঠিতে এই দাবি জানান, যেখানে আরও অনেকে স্বাক্ষর করেছেন। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডাতেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।
Related News
নেতানিয়াহু ‘পথ হারিয়েছেন’, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন যে তিনি "পথ হারিয়ে ফেলেছেন"। গাজায় চলমান যুদ্ধ পরিচালনার জন্য নেতানিয়াহু বাড়াবাড়ি করছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
কুয়েতে ভেজাল মদপানে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হাসপাতালে
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপান করে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন-এর এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
বিশ্বব্যাংকের 'লাল তালিকা'য় বাংলাদেশ: খাদ্য মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী
টানা সাড়ে চার বছর ধরে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি সূচকে ঝুঁকিপূর্ণ 'লাল তালিকা'য় অবস্থান করছে বাংলাদেশ। ২০২১ সালের জুন মাস থেকে শুরু করে ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রতি মাসেই খাদ্য মূল্যস্ফীতি ৫ শতাংশের ওপরে থাকায় দেশটি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না। এই দীর্ঘ সময়ে খাদ্যপণ্যের মাসিক মূল্যবৃদ্ধির হার গড়ে ৫ থেকে ১৪ শতাংশের বেশি পর্যন্ত পৌঁছেছে, যা কিছু পণ্যের ক্ষেত্রে আরও ভয়াবহ।
পাকিস্তানের দাবি: বাংলাদেশের কাছে ২১.৪ মিলিয়ন ডলার ঋণ বকেয়া
পাকিস্তান সম্প্রতি দাবি করেছে যে বাংলাদেশসহ পাঁচটি দেশের কাছে তাদের প্রায় ৩০৪.৫ মিলিয়ন ডলার ঋণ বকেয়া রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) পাকিস্তানের সরকারি অডিট থেকে এ তথ্য জানা যায়। পাকিস্তানের এই ঋণের তালিকায় শ্রীলঙ্কা, ইরাক, সুদান এবং গিনি-বিসাউয়ের নামও আছে।