Saturday, 16 August 2025

ব্রেকিং নিউজ:

চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ‌ : চবি ছাত্রদল

ক্যাম্পাস August 12, 2025 47 views
চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ‌ : চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটায় চাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন লিখিত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইবার ক্যাম্পাসের সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে চাকসু গঠনতন্ত্র সংস্কার করেছে। সর্বশেষ বৈঠকে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, চাকসুর পরিচালক, প্রক্টরসহ কর্তাব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, চাকসুর প্রার্থী শুধুমাত্র নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা হবেন।

কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সিন্ডিকেট অনুমোদিত চাকসুর গঠনতন্ত্রের ৩ নং ধারার 'গ'তে উল্লেখ করা হয়, “চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে (যিনি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক, মাস্টার্স এম.ফিল. বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত এবং কোনো আবাসিক হলে অবস্থানরত বা সংযুক্ত)।"এছাড়া বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে, যা পূর্বপ্রতিশ্রুতির ব্যত্যয় বলে তারা মনে করেন। তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে।

লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, সম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ, পেজ এবং ফেসবুক আইডি থেকে ছাত্রদল এবং আমাদের কেন্দ্রীয় নেতাদের নামে কুৎসা রটানো হচ্ছে। মিথ্যা তথ্যের মাধ্যমে আমাদের দলকে জনমনে এবং শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। যদিও চক্রান্তকারীদের এসব অপতৎপরতা বারবার মুখ থুবড়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও প্রকাশ্যে নিয়ে আসা উচিত বলে মনে করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ছাত্র রাজনৈতিক সংগঠন যেন গুপ্তভাবে রাজনীতি করতে না পারে সে ব্যাপারে বিধান জারি করার দাবি জানাচ্ছি যাতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশ সুস্থ থাকে।

তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিশ্ববিদ্যালয়কে অদৃশ্য একটি শক্তি দখলদারিত্ব কায়েমের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্যাম্পাসকে কোনোভাবেই আর একক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হতে দেওয়া যাবে না। ক্যাম্পাসের প্রতিটি ক্ষেত্রে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করার পথে বাধা হিসেবে যারা দখলদারিত্বের রাজনীতি অব্যাহত রাখতে চায় আমরা সচেতন শিক্ষার্থীদের নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব। 

এছাড়াও চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন তার লিখিত বক্তব্যে চাকসু গঠনতন্ত্রে  ১০ নম্বর ধারা নিয়ে অসন্তোষ ,গঠনতন্ত্রের প্রশাসনের নারী বিদ্বেষী মনোভাব,শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা এবং নির্বাচন বিধিমালাতে নির্বাচন কমিশন গঠনতন্ত্র সংক্রান্ত কোন রোডম্যাপ না থাকার বিষয়ে বক্তব্য প্রদান করেন।  

এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের  সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

ক্যাম্পাস ৩ দিন আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১২ আগস্ট ২০২৫) বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার উদ্যোগে ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

68
ক্যাম্পাস ৩ দিন আগে

ইবি রিসার্চ সোসাইটির সভাপতি ওয়াসিফ, সম্পাদক রাফা

গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদে'র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা মনোনীত হয়েছে।

54
ক্যাম্পাস ৪ দিন আগে

নবীনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।

43
ক্যাম্পাস ৪ দিন আগে

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্চ সোসাইটির আয়োজনে “The Unveiling: Research Insight and Leadership Transition” শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

50

সর্বশেষ খবর