ইবি রিসার্চ সোসাইটির সভাপতি ওয়াসিফ, সম্পাদক রাফা

গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদে'র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা মনোনীত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সংগঠনের উপদেষ্টা মন্ডলী বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান ও সদ্য বিদায়ী সভাপতি সানোয়ার হোসেন এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জুবায়ের হোসাইন ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারহানা সাদিকা সুপ্তি, সাকিব আসলাম ও খায়রুল ইসলামকে মনোনীত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক, সাবাকুন্নাহার খুশবু, আতিকুর রহমান, নুসরাত জাহান মিতু, সাংগঠনিক সম্পাদক, শহোরাব উদ্দিন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক, হাসিব মিয়া, কোষাধ্যক্ষ, ফাহিম ফয়সাল, সহকারী কোষাধ্যক্ষ, সাদিয়া সাবরিনা, দপ্তর সম্পাদক, আব্দুল্লাহ আল নোমান, সহকারী দপ্তর সম্পাদক, কাজী ফাতাহা আসমিয়া আরদি, মানবসম্পদ সম্পাদক, আফিয়া আলম, সহকারী মানবসম্পদ সম্পাদক, মাসরুর রহমান, গবেষণা ও উন্নয়ন সম্পাদক, মাহাফুজুর রহমান, সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক, মারিয়ম আক্তার চৈতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল হালিম, ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন সম্পাদক, শহরিয়ার স্বাধীন, সহকারী ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন সম্পাদক, স্যামি মোহাম্মদ সামদানি, পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিং সম্পাদক, মারুফ হাসান, সহকারী পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিং সম্পাদক, মারুফ ইসলাম আতীক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, শুরোভি ইয়াসমিন, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, আকলিমা আখতার ঝুমুর, ইভেন্ট প্রেজেন্টেশন সম্পাদক, মহিমা খান, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পাদক, শারমিন আখতার স্বর্ণা, সহকারী প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পাদক, তাওহিদুল ইসলাম, উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পাদক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আইটি সম্পাদক, জারিন আখতার মিম, সহকারী আইটি সম্পাদক, সুমাইয়া তাসনিম শিমু, করপোরেট অ্যাফেয়ার্স সম্পাদক, জারিন তাসমিয়া, ইনফরমেশন সম্পাদক, কানিস ফাতেমা কাননকে মনোনীত করা হয়।
সদ্য মনোনীত সভাপতি ত্বকী ওয়াসিফ বলেন, "নতুন বাংলাদেশের অন্যতম চাওয়া শিক্ষাঙ্গনে পরিবর্তন। শিক্ষাঙ্গনে পরিবর্তন আনতে গবেষণার বিকল্প নেই। কিন্তু গবেষণার ক্ষেত্রে অনেক সময়ই বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়। আমরা সেসব প্রতিবন্ধকতা একত্রিতভাবে দূর করতে চাই এবং প্রশাসনের সহযোগিতায় গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে সাধ্যমত চেষ্টা করব।"
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ইলমু কবির রাফা বলেন, "ইসলামিক ইউনিভার্সিটির রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া একটি বড় সম্মান ও গর্বের বিষয়। এটি আমার জন্য শুধু একটি পদ নয়, বরং আমার উপর অর্পিত এক বিশাল আস্থা ও দায়িত্ব। আমি বিশ্বাস করি, গবেষণা শুধু জ্ঞানের গভীরতা বাড়ায় না, বরং সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে। এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে আমি নিষ্ঠা, সততা ও উদ্যমের সাথে কাজ করব, যেন আমাদের সংগঠন আগামী দিনে গবেষণা ও উদ্ভাবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। রিসার্চ সোসাইটির সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার উপর আস্থা রেখেছেন এবং সবসময় আমাকে সাহায্য করেছেন। আমি একাগ্রতার সাথে আমার দায়িত্ব পালন করবো এবং আমাদের সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো।"
Related News
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১২ আগস্ট ২০২৫) বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার উদ্যোগে ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ : চবি ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদল।
নবীনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়
নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।
ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্চ সোসাইটির আয়োজনে “The Unveiling: Research Insight and Leadership Transition” শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।