বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এএফসি চূড়ান্ত পর্বে

বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্যের ধারাবাহিকতায় অনূর্ধ্ব-২০ দল এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-২০ নারী চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে দেশের নারী ফুটবলে ইতিহাস গড়া নতুন মাইলফলক স্পর্শ করল আফিদা খাতুনদের দল।
গত মাসে বাংলাদেশের নারী জাতীয় দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে ওঠার গৌরব অর্জন করেছিল। এবার অনূর্ধ্ব-২০ দলও একই সম্ভাবনার ঝলক দেখিয়েছে।
এএফসির বাছাইপর্বে আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিন রানার্সআপকে নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব। বাংলাদেশ সেরা রানার্সআপদের মধ্যে তৃতীয় অবস্থান লাভ করে মূল পর্বে সুযোগ পায়।
গ্রুপপর্বে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় বা অন্তত ড্র করলেই সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু ১-৬ ব্যবধানে হেরে যাওয়ায় ৬ পয়েন্ট ও +৫ গোল ব্যবধান নিয়ে তারা অপেক্ষা করতে হয় অন্য গ্রুপের ফলাফলের দিকে।
‘ই’ গ্রুপে চীন ও লেবাননের ম্যাচ বাংলাদেশকে ছিটকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। চীনের বড় জয়ে লেবাননের গোল গড় -৬ এ নেমে গেলে বাংলাদেশ এগিয়ে থাকে।
‘বি’ গ্রুপে ভিয়েতনামের জয়ের ফলে জটিলতা কাটিয়ে যায় বাংলাদেশ। ‘এফ’ গ্রুপের ইরানের গোল গড় ঋণাত্মক হওয়ায় তারা বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের রানার্সআপরা কম পয়েন্ট থাকার কারণে বাংলাদেশ এগিয়ে ছিল।
অন্যদিকে ‘সি’ গ্রুপে চাইনিজ তাইপের পারফরম্যান্স ও ‘জি’ গ্রুপে উজবেকিস্তান ও জর্ডানের অবস্থান বাংলাদেশের চূড়ান্ত ভাগ্যে প্রভাব ফেলতে পারে বলে বিবেচিত হয়েছিল।
শেষ পর্যন্ত সমস্ত জটিল হিসাব-নিকাশ পেরিয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের জায়গা নিশ্চিত করে দেশের নারী ফুটবলের ইতিহাসে গৌরবময় এক অধ্যায় যুক্ত করল।
Related News
ডারউইন নুনেজ লিভারপুল ছাড়িয়ে তিন বছরের চুক্তিতে আল হিলালে যুক্ত
ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ অবশেষে লিভারপুল ছেড়ে সৌদি আরবের প্রিমিয়ার ক্লাব আল হিলালে যোগ দিলেন। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ