Saturday, 16 August 2025

ব্রেকিং নিউজ:

ছাত্র রাজনীতি নিয়ে শঙ্কা ও ট্রমায় শিক্ষার্থীরা: ঢাবি উপাচার্য

ক্যাম্পাস August 10, 2025 37 views
ছাত্র রাজনীতি নিয়ে শঙ্কা ও ট্রমায় শিক্ষার্থীরা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, নেতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা ও মানসিক ট্রমা বিরাজ করছে।

রোববার (১০ আগস্ট) আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দিনের ধারাবাহিক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন,

“নেতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ট্রমা রয়েছে। তাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২৩টি ছাত্র সংগঠনকে নিয়ে জরুরি সংলাপ শুরু করেছি। হল পর্যায় দিয়ে আলোচনা শুরু হয়েছে, এরপর ক্যাম্পাসের সার্বিক বিষয়ে আলোচনা করবো—যাতে শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপরেখা তৈরি হয়।”

তিনি আরও জানান, ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এজন্য হলভিত্তিক কার্যক্রমের ধরন ও ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নেতিবাচক মনোভাব দূর করার বিষয়েও আলোচনা হচ্ছে, যাতে কোনো পক্ষ একে অপরের মুখোমুখি না হয়।

বৈঠকে প্রাপ্ত পরামর্শ
উপাচার্যের ভাষায়,

“আজকের বৈঠকে ছাত্র সংগঠনগুলো অনেক চমৎকার পরামর্শ দিয়েছে। আমরা চাই এই সংলাপ অব্যাহত থাকুক। ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক অবদান আছে, তবে কোনো পক্ষকে মুখোমুখি করা বা নিবর্তনমূলক রাজনীতি ফিরিয়ে আনা আমরা চাই না।”

তিন সংগঠনের ওয়াকআউট
বৈঠক চলাকালে বামধারার তিনটি ছাত্র সংগঠন—ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন—ওয়াকআউট করে। তারা অভিযোগ করে, বৈঠকে ইসলামী ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোর কারণেই তারা সভা থেকে সরে যান।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

ক্যাম্পাস ৩ দিন আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১২ আগস্ট ২০২৫) বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার উদ্যোগে ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

67
ক্যাম্পাস ৩ দিন আগে

চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ‌ : চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদল।

46
ক্যাম্পাস ৩ দিন আগে

ইবি রিসার্চ সোসাইটির সভাপতি ওয়াসিফ, সম্পাদক রাফা

গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদে'র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা মনোনীত হয়েছে।

53
ক্যাম্পাস ৪ দিন আগে

নবীনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।

42

সর্বশেষ খবর