তা'মীরুল মিল্লাত টঙ্গীতে কামিল ও অনার্স শ্রেণীর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি আদব ও আখলাক শেখা অত্যন্ত জরুরি। বিনয়ী ও হীনমন্যতামুক্ত ছাত্রই ভবিষ্যতে দ্বীনি ইলমের ধারক-বাহক হতে পারে। তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ ড. মোহাম্মদ হিফজুর রহমান এক অনুষ্ঠানে এ কথা বলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টায় মাদ্রাসার ৩০০১ নম্বর কক্ষে কামিল প্রথম বর্ষ (২০২৩-২৪) ও অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫) শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. হিফজুর রহমান এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালমান।
সবক প্রদানকালে অধ্যক্ষ বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু জ্ঞানী হোক তা নয়, বরং আদর্শবান ও বিনয়ী হোক। ইলম ও আখলাকের সমন্বয়ই একজনকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাদিস বিভাগের ড. মোজ্জাম্মেল হোসাইন আল-আজহারী বলেন, “ইলম অর্জন শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং তা সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।” ইংরেজি বিভাগের প্রধান মাওলানা নুরুল হক শিক্ষার্থীদেরকে বিশ্বায়নের যুগে দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন।
ফিকাহ বিভাগের মাওলানা আমিনুল হক মীর ও মাওলানা ইব্রাহিম খলিল, তাফসির বিভাগের মাওলানা ওসমান গনি ও মাওলানা হেদায়েত উল্লাহ, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জনাব আবুল হাসান মো. ইব্রাহিমসহ অনার্স ও কামিল শ্রেণিতে পাঠদানকারী অন্যান্য শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য যে আলেম সংকট বিরাজ করছে, তা পূরণে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান অর্জনে মনোযোগী হয়ে সমাজ পরিবর্তনের অগ্রদূত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
Related News
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১২ আগস্ট ২০২৫) বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার উদ্যোগে ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ : চবি ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদল।
ইবি রিসার্চ সোসাইটির সভাপতি ওয়াসিফ, সম্পাদক রাফা
গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদে'র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা মনোনীত হয়েছে।
নবীনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়
নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।