Sunday, 17 August 2025

ব্রেকিং নিউজ:

পুলিশ দেখল, কিছু বলল না—সাংবাদিককে পেটালো দুর্বৃত্তরা, ইট দিয়ে থেঁতলে জখম

সারাদেশ August 7, 2025 89 views
পুলিশ দেখল, কিছু বলল না—সাংবাদিককে পেটালো দুর্বৃত্তরা, ইট দিয়ে থেঁতলে জখম

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার সামনে প্রকাশ্যে এক সাংবাদিককে টেনেহিঁচড়ে নিয়ে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
 
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মহানগরের জয়দেবপুর রেললাইনের পাশের অবৈধভাবে গড়ে ওঠা একটি ফলের বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তবে ভিডিওটি বৃহস্পতিবার (৭ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়ে।
 
গুরুতর আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি "দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকার গাজীপুর প্রতিনিধি বলে জানা গেছে। ঘটনার সময় আনোয়ার হোসেন জীবনের জন্য আকুতি জানালেও দুর্বৃত্তদের মন গলেনি।
 
ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত আনোয়ারকে মারধর করতে করতে সড়কে টেনে নিয়ে যায়। কেউ লাঠি দিয়ে আঘাত করছে, কেউ পায়ের লাথি মারছে। একপর্যায়ে এক হামলাকারী উত্তেজিত হয়ে ইট দিয়ে আনোয়ারের পা ও শরীরে একাধিকবার আঘাত করে। তাকে নির্মমভাবে মারধর করে শরীরের ওপর লাফিয়ে উঠে এবং পরে আবারও টেনে হিঁচড়ে নিয়ে যায়।
 
ফুটেজে আরও দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও প্রথমে তারা নিষ্ক্রিয় ছিল। পরবর্তীতে আনোয়ারের ওপর ইট দিয়ে হামলার পর একজন পুলিশ সদস্য এগিয়ে যান। পরে পুলিশ সদস্যরাই আহত সাংবাদিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আনোয়ার হোসেনের পায়ে মারাত্মক জখম এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।
 
এ ঘটনায় আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
 
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে আমরা বিষয়টি জানতে পারি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”
 
স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

সারাদেশ ৫ দিন আগে

লক্ষ্মীপুরে অস্ত্র-নগদ টাকাসহ যুবদল নেতা আটক, মৎস্য খামার থেকে মাদক উদ্ধার

লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। একই অভিযানে এক প্রবাসীর মৎস্য খামার থেকে ইয়াবা, মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

38
সারাদেশ ৫ দিন আগে

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

40
সারাদেশ ৬ দিন আগে

সিলেটের গোয়াইনঘাটে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধীর নেতাসহ ৭ জন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

47
সারাদেশ ৬ দিন আগে

ডিসেম্বরের মধ্যে বড় বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হবে: বিডা চেয়ারম্যান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার।

41

সর্বশেষ খবর