ইবিতে 'ছাত্র জনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় লোকপ্রশাসন বিভাগ ডিবেটিং সোসাইটি'র আয়োজনে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এসময় স্পিকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং অধ্যাপক ড. লুৎফর রহমান।
সংসদীয় পদ্ধতির এ বিতর্কে সরকারী দলে ছিলেন শামিমা আক্তার ( প্রধানমন্ত্রী), শারমিন স্বর্ণা ( মন্ত্রী) ও শাকিল মীর ( সংসদ সদস্য ) এবং বিরোধী দলে ছিলেন মুনতাকিম রহমান ( বিরোধী দলীয় নেতা), আব্দুল্লাহ আল নোমান ( উপনেতা) ও আরিফা সেতু ( সংসদ সদস্য)। এসময় সরকারী দল বিভিন্ন সংস্কার কমিশন এবং তাদের অগ্রগতি, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, অর্থনৈতিক পুনর্গঠন, দেওয়ানি কার্যবিধি সংশোধন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, কর্ম কমিশন সংস্কার, বিডা সম্মেলন, তত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বৈদেশিক বানিজ্য অগ্রগতি ইত্যাদি ব্যাপারগুলোকে তাদের বক্তব্যে তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দলে বিচার ব্যবস্থার ধীরগতি, সংস্কার দীর্ঘমেয়াদী, অবকাঠামোগত পরিবর্তনের অভাব, গণতন্ত্রের অনিশ্চয়তা ইত্যাদি ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেন। বিচারকদের মুল্যায়নে 'সরকার দল' কে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় বিতর্কিকসহ প্রায় ২০জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিতর্ক মানুষের চিন্তার দ্বার উন্মুক্ত করে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। আল্লাহ আমাদের যে সৃজনশীলতার উপহার দিয়েছেন, এই সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে হলে চর্চা করতে হবে। যুক্তি উপস্থাপন একটি শিল্প—যেখানে চিন্তা, বোধ ও বিশ্লেষণ একত্রিত হয়। তাই শিক্ষার্থীদের বিতর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Related News
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১২ আগস্ট ২০২৫) বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার উদ্যোগে ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
চাকসুর সংশোধিত গঠনতন্ত্র নিয়ে নাখোশ : চবি ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদল।
ইবি রিসার্চ সোসাইটির সভাপতি ওয়াসিফ, সম্পাদক রাফা
গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদে'র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলমু কবির রাফা মনোনীত হয়েছে।
নবীনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়
নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।