গণঅভ্যুত্থান থেকে স্বাধীনতার জয়গান: টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট ২০২৫, যা ছিল স্মরণ, শ্রদ্ধা, খেলাধুলা এবং রাজনৈতিক বার্তার এক ব্যতিক্রমধর্মী আয়োজন। বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক শ্রমবিষয়ক নেতা ও ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সভাপতি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো. সুমন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ২০২৪ সালের গণজাগরণের বর্ষপূর্তিকে ‘ছাত্র-জনতার বিজয়ের মাস’ হিসেবে ঘোষণা দিয়ে শেখ মো. সুমন বলেন, “ স্বৈরাচার সরকার বলেছিলেন ‘খেলা হবে’, আমরাও বলছি খেলা হবে— তবে আমাদের খেলা স্বাধীনতার, চেতনার, শহীদদের স্মরণের এবং প্রজন্ম গড়ার। আমরা মাঠে ছিলাম, আছি, থাকব।”তিনি আরও জানান, এই আয়োজন কেবল মাঠের খেলাই নয়, বরং তা ছিল নতুন প্রজন্মকে সংগঠিত করার প্রয়াস এবং গণমানসিকতার প্রকাশ।
মুক্তাবাড়ি রোড বড়তলা বটতলায় আয়োজিত ফুটবল ম্যাচে অংশ নেয় আউসপাড়া বন্ধু মহল ও আউসপাড়া ক্রীড়া চক্র। বৈরী আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত টানটান উত্তেজনার খেলায় জয় পায় আউসপাড়া ক্রীড়া চক্র, দলের নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আমান। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন শেখ মো. সুমন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন মরহুম বাচ্চু মিয়ার সন্তান শেখ শামীম— টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সমাজ কল্যাণ শান্তির শৃঙ্খলা পরিষদের সাধারণ সম্পাদক। মাঠে আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির আবেদন প্রিন্স, তানভীর আহমেদ রুপম, ইমতিয়াজ আহমেদ জিম, শুভ মিয়াজী, পাপন, নাঈম, শান্ত ফরাজী, রাকিবুল ইসলাম, সাজু, আব্দুর রব, রাজীব, ইমরান পাটোয়ারী, আমান, শাওন, পিয়াসসহ অসংখ্য যুবদল কর্মী।
বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে এই আয়োজন পাঠিয়েছে এক সাহসী বার্তা— খেলা কেবল রাজনৈতিক স্লোগান নয়, তা হতে পারে গণজাগরণেরও শক্তিশালী মাধ্যম।
Related News
লক্ষ্মীপুরে অস্ত্র-নগদ টাকাসহ যুবদল নেতা আটক, মৎস্য খামার থেকে মাদক উদ্ধার
লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। একই অভিযানে এক প্রবাসীর মৎস্য খামার থেকে ইয়াবা, মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাটে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধীর নেতাসহ ৭ জন গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিসেম্বরের মধ্যে বড় বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হবে: বিডা চেয়ারম্যান
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার।