টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার।
ভুক্তভোগী যুবদল নেতা মো. মিজানুর রহমান মৌসুম মন্ডল এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জাকির সরকার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত এবং এসব অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। এসবের প্রতিবাদ করায় তিনি বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছেন।
মৌসুম মন্ডলের দাবি, গত ১০ আগস্ট সন্ধ্যায় টঙ্গীর মন্ডল মার্কেটে প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন জাকির সরকার। এর আগে ২৩ জুলাই রাতে একটি পরিত্যক্ত ভবনে মাদক ও জুয়ার আসর বসানোর বিষয়ে প্রশাসনকে অবগত করার পর থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিত হুমকি ও হামলার আশঙ্কায় আছেন। অভিযোগে আরও বলা হয়, জাকির সরকার বিএনপির নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছেন এবং সম্প্রতি এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তার ব্যবসা দখল করেছেন।
এ বিষয়ে জাকির সরকার জানান, অভিযোগের বিষয়টি তিনি জানেন না। তার ভাষ্যে, ২৩ জুলাই রাত দুইটার পর এলাকার এক পরিচিত ছোট ভাই হাবিব তাকে ফোন দিয়ে জানান, তাদের মারধর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মৌসুম ও তারেককে দেখতে পান। সেখানে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকও উপস্থিত ছিলেন। সেখানে বাকবিতন্ডা হয় যুবদল কর্মী মৌসুমদের সাথে জাকির সরকারের এক পর্যায়ে মৌসুমরা চলে যাওয়ার পর যাদেরকে জুয়া ও মাদকের অভিযোগে ধরা হয়েছিল তাদের থেকে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছেন বলে সাদিক এবং জাকির সরকারকে জানান তারা। পরদিন তিনি মৌসুমের কাকাকে অনুরোধ করেন যেন মোবাইল ও টাকা ফেরত দেওয়া হয়। জাকির সরকার স্বীকার করেন, ঘটনাস্থলে উত্তেজিত হয়ে তিনি জুয়ার বোর্ড নিয়ন্ত্রণ করার কথা বলেছিলেন, তবে বাস্তবে তিনি তা করেন না।
৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক জানান, রাত দুইটার পর তার বাসার কাছে হট্টগোল শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন মৌসুম ও তারেক কয়েকজনকে জুয়া খেলার অভিযোগে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশের গাড়ী সামনে আসছে বলে। কিছুক্ষণ পর জাকির সরকার ও তার ভাই রিপন এসে এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। পরে শোনা যায়, যাদের ধরা হয়েছিল তারা অভিযোগ করেছেন—টাকা ও মোবাইল নিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরাতন মসজিদের পাশে রাজনৈতিক প্রভাব বিস্তার করে একটি চক্র জুয়ার বোর্ড বসিয়ে আসছে। সেখানে মাদক থেকে শুরু করে নানা অপরাধ সংঘটিত হয়। এবং সেখানে গত ২৩ জুলাই রাতে যুবদল নেতা মৌসুম সহ বেশ কয়েকজন জুয়ার সাথে যুক্ত কয়েকজনকে আটক করে পুলশে দিয়ে দিবে বলে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন পরবর্তীতে ঘটনাস্থলে বিএনপির নেতা সাদেক এবং জাকির ঘটনাস্থলে আসলে জাকিরের সাথে মৌসুমদের বাকবিতন্ডা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, “জাকির আমার সঙ্গে রাজনীতি করলেও আমি কোনো অন্যায়কে সমর্থন করি না। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Timesbulletin/মির্জা নাদিম, গাজীপুর
Related News
গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান
গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।
‘মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে‘ -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই মূলত রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে। ইসলামের ছায়াতলে সকল মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ রয়েছে। ইসলাম জোরপূর্বক কারো উপর কিছু চাপিয়ে দেয় না। বরং এ বিষয়ে ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে। তিনি নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির উদ্যোগে বান্দা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।