চট্টগ্রাম বন্দর আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদার অভিযোগে এনসিপি নেতার ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. নিজাম উদ্দিনের একটি কল রেকর্ডিং ভিডিও ভাইরাল হয়েছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন তার ঘনিষ্ঠ সহযোগী আফতাব হোসেন রিফাতের সঙ্গে মেসেঞ্জারে কথা বলছেন। রিফাত আন্দোলন বন্ধ করার বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?” রিফাত জবাব দেন, “হ্যাঁ, পাঁচ লাখ।” এরপর নিজাম উদ্দিন আরও টাকা নিতে চাপ দেওয়ার পরামর্শ দেন এবং প্রাপ্ত অর্থের অংশ বিশেষ কিছু ব্যক্তিকে দেওয়ার ইঙ্গিত দেন।
পূর্বের অভিযোগ-
গত ৫ জুলাই এক নারী পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেন, নিজাম উদ্দিন দুই কোটি টাকা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদ স্থগিত হলেও পরে ফেরানো হয়।
ভিডিও প্রকাশ ও প্রতিক্রিয়া-
ভাইরাল ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, “সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটি শুধু দুর্নীতি নয়, ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
রাহাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আমাকে একজন ভিডিওটি দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল।”
নিজাম উদ্দিনের দাবি-
অভিযোগ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, “একটি পক্ষ আমার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি সুপার এডিট করা।”
Related News
গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান
গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার।