Saturday, 16 August 2025

ব্রেকিং নিউজ:

নির্বাচনের আগে বিচার ও সংস্কারের বাস্তব রূপ দেখতে চাই : ডা. ইমা ইসলাম

রাজনীতি August 10, 2025 46 views
নির্বাচনের আগে বিচার ও সংস্কারের বাস্তব রূপ দেখতে চাই : ডা. ইমা ইসলাম
লন্ডনস্থ বাংলাদেশি দূতাবাসের “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, হাই কমিশন, ও ব্রিটিশ বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের মুখপাত্র ডা. ইমা ইসলাম।
 
সেখানে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ বাংলাদেশি এমপি ড. রূপা হক, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্টজন।
 
ডা. ইমা ইসলাম বলেন, শহীদ ও আহত ভাইবোনদের রক্তের বিনিময়ে আমরা আজ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করতে পারছি। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ কথা বলতে পারছি। আমরা মুক্তির যে সুযোগ, যে প্রেরণা পেয়েছি সেটাকে কাজে লাগাতে চাই।
 
গত বছর এই দিনে ফ্যাসিবাদের হোতা পালিয়ে যায়। আমরা একটি ফ্যাসিবাদকে সরিয়েছি আরেকটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নয়—আমাদের সকলের এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন রাষ্ট্র ব্যবস্থায় অন্য কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শুধুমাত্র ক্ষমতার হাতবদল হয়ে দেশের সংস্কারকে যেন কেউ বন্ধ করে রাখতে না পারে, সে বিষয়ে সোচ্চার থাকতে হবে।
 
তিনি বক্তব্যে আরও বলেন, আমরা নির্বাচনের আগে বিচার ও সংস্কারের বাস্তব রূপ দেখতে চাই। সেই সাথে প্রবাসীদের ভোটাধিকার দ্রুত নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। রাষ্ট্রদূতের মাধ্যমে আগামী নির্বাচনে প্রবাসীরা কিভাবে ভোট প্রদান করবে তার সুস্পস্ট দিকনির্দেশনা চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান তিনি। সেই সাথে সকল প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
 
যে প্রেরণা এবং আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে বাংলাদেশিরা, সেটা ভবিষ্যত প্রজন্মের জন্য বাস্তবে রূপ দিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

রাজনীতি ৩ ঘন্টা আগে

গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান

গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

159
রাজনীতি ২২ ঘন্টা আগে

বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।

23
রাজনীতি ১ দিন আগে

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার।

68

সর্বশেষ খবর