ড. ইউনূসকে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৩ আগস্ট মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে ১১ আগস্ট দেশটি পৌঁছাবেন।
রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট ড. ইউনূস কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।
এ সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের আসিয়ান ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রিজিওয়ানাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-তে যোগদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ান সদস্য রাষ্ট্রদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে।
সর্বশেষ খবর
ইবির রক্তিমার নেতৃত্বে সোহরাব ও ফারহানা
১০ ঘন্টা আগে