Monday, 18 August 2025

ব্রেকিং নিউজ:

আগস্টের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স

অর্থনীতি August 10, 2025 33 views
আগস্টের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ঢুকে পড়েছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এই সময়কালে দেশে এসেছে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগস্টের প্রথম ৯ দিনে মোট ৬৭ কোটি ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংক থেকে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৩ থেকে ৯ আগস্টের মধ্যে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট মাসের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার।

গত জুলাই মাসে দেশে এসেছে মোট ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

সর্বশেষ খবর