Saturday, 16 August 2025

ব্রেকিং নিউজ:

‘সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পরই নির্বাচন দিতে হবে’ : মোবারক হোসাইন

রাজনীতি August 10, 2025 38 views
‘সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পরই নির্বাচন দিতে হবে’ : মোবারক হোসাইন
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক। এমতাবস্থায় জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নিবে না। সরকারকে অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজন ন্যূনতম সংস্কার। ন্যূনতম সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের আরেকটি শর্ত হল নিরপেক্ষ প্রশাসন। প্রশাসনের সকল ক্ষেত্রে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।
 
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকেই জুলাই যোদ্ধাদের আইনগত সুরক্ষা দিতে হবে। এই বিষয়টি পরবর্তী সংসদের জন্য কিছুতেই ঝুলিয়ে রাখা যাবে না। তাছাড়া শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনকে যোগ্যতানুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে।
 
তিনি বলেন, বর্তমানে বিশ্বে ৯০টির অধিক দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোট মূল্যায়িত হয়। এ পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হয়। ছোট-বড় সকল দল সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পিআর পদ্ধতিতে কোনো একটি দলের পক্ষে বিপুল সিট নিয়ে ক্ষমতায় যাওয়া ও তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
 
৯ আগস্ট শনিবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার আলী মহসিন। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির কুষ্টিয়া ভেড়ামারা ও মিরপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর, খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আফজাল হোসেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা বেলাল উদ্দিন। জেলা সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

রাজনীতি ৬ ঘন্টা আগে

গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান

গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

228
রাজনীতি ১ দিন আগে

বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।

25
রাজনীতি ২ দিন আগে

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার।

68

সর্বশেষ খবর