Sunday, 17 August 2025

ব্রেকিং নিউজ:

জবিসহ দুই কলেজের শিক্ষার্থীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের হামলার নিন্দা ছাত্রশিবিরের

রাজনীতি August 7, 2025 124 views
জবিসহ দুই কলেজের শিক্ষার্থীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের হামলার নিন্দা ছাত্রশিবিরের

লঞ্চের ক্যাবিন ভাড়া নিতে চাপ প্রয়োগ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীকে মারধর ও এরপর শিক্ষার্থীদের ওপর যুব ও শ্রমিকদলের নেতাদের হামলার ঘটনা ঘটেছে। এতে জবি, সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

 ‍বৃহস্পতিবার (৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এ নিন্দা ও ‍বিচারের দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন , ৭ই আগস্ট ২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নাবিল হোসাইনসহ অনেক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের যুবদল ও শ্রমিক দলের নেতা সুমন ভুঁইয়া, মুফতিযুল কবির কিরণসহ আরও অনেকেই রয়েছে।

 
জানা যায়, আজ ৭ই আগস্ট রাত সাড়ে আটটায় সদরঘাট এলাকার ৯নং গেইটে এই ঘটনা ঘটেছে। এসময় আশে পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খবর পেয়ে সদরঘাটে এগিয়ে আসলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লঞ্চযোগে পালানোর চেষ্টা করে। শিক্ষার্থীরা ১০টি ট্রলার নৌকা নিয়ে এদের ধাওয়া করলে স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সমর্থন ও সহযোগিতা করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করে।
 
এই ঘটনায় শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। একই সাথে হামলায় জড়িত ঢাকা মহানগর দক্ষিণের যুবদল ও শ্রমিক দলের নেতা সুমন ভুঁইয়া ও মুফতিযুল কবির কিরণসহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
 
 যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফ জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই। তারা আরও জানান, আমরা সবসময় চাই শান্তিপূর্ণ সমাজ। কিন্তু বার বার সন্ত্রাস ও চাঁদাবাজ একটি গোষ্ঠী সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশব্যাপী হত্যা, ব্যবসায়ীদের অধিকার হরণ ও সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনাতেও একই গোষ্ঠী জড়িত। আমরা মনে করি, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে।
 
নেতৃবৃন্দ আরও বলেন, আজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদরঘাটে শিক্ষার্থীরা যে নৃশংস হামলা ও আক্রমণের শিকার হয়েছে তা যেন ভবিষ্যতে আর না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো অনতিবিলম্বে প্রস্তুত করতে হবে।

Comments ()

Please login to post a comment.

No comments yet. Be the first to comment!

Related News

রাজনীতি ১৪ ঘন্টা আগে

গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান

গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

277
রাজনীতি ১ দিন আগে

বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।

26
রাজনীতি ২ দিন আগে

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার।

71

সর্বশেষ খবর